বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিশ্ববিদ্যালয়ে ৩১টি বিভাগে ৫১ জন প্রভাষক ও ১ জন সহকারী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবেG
পদের বিবরণ:
১. অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগে প্রভাষক ২ জন
২. ফিজিওলজি বিভাগে প্রভাষক ২ জন
৩. ফার্মাকোলজি বিভাগে প্রভাষক ১ জন
৪. প্যারাসাইটোলজি বিভাগে প্রভাষক ১ জন
৫. প্যাথলজি বিভাগে প্রভাষক ১ জন
৬. মেডিসিন বিভাগে প্রভাষক ১ জন
৭. সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগে প্রভাষক ৪ জন
৮. কৃষিতত্ত্ব বিভাগে প্রভাষক ১ জন
৯. মৃত্তিকাবিজ্ঞান বিভাগে প্রভাষক ১ জন
১০. উদ্যানতত্ত্ব বিভাগে প্রভাষক ১ জন
১১. উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে প্রভাষক ২ জন
১২. কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রভাষক ২ জন
১৩. প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রভাষক ২ জন
১৪. বায়োটেকনোলজি বিভাগে প্রভাষক ২ জন
১৫. এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে প্রভাষক ১ জন
১৬. পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগে প্রভাষক ২ জন
১৭. পশুবিজ্ঞান বিভাগে প্রভাষক ১ জন
১৮. পশুপুষ্টি বিভাগে প্রভাষক ২ জন
১৯. ডেইরিবিজ্ঞান বিভাগে প্রভাষক ১ জন
২০. পোলট্রিবিজ্ঞান বিভাগে প্রভাষক ১ জন
২১. কৃষি অর্থনীতি বিভাগে প্রভাষক ১ জন
২২. কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগে প্রভাষক ১ জন
২৩. কৃষি ব্যবসা ও বিপণন বিভাগে প্রভাষক ১ জন
২৪. ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক ২ জন
২৫. কৃষিশক্তি ও যন্ত্র বিভাগে প্রভাষক ২ জন
২৬. ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে প্রভাষক ২ জন
২৭. অ্যাকুয়াকালচার বিভাগে প্রভাষক ৪ জন
২৮. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক ৪ জন
২৯. ফিশারিজ টেকনোলজি বিভাগে প্রভাষক ১ জন
৩০. মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক ১ জন
ও প্রভাষক ১ জন
৩১. ইনস্টিটিউট অব অ্যাগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে প্রভাষক ১ জন
নিয়োগের শর্ত
অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রভাষক পদের জন্য প্রার্থীর যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক পদের জন্য প্রার্থীর যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিসহ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এমএস ডিগ্রি থাকতে হবে।
কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের লেকচারার পদে একটিতে নিয়োগের জন্য প্রার্থীর অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিসহ সব পর্যায়ে প্রথম শ্রেণি থাকতে হবে এবং অপর একটিতে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি বা রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে লেকচারার পদে একটিতে নিয়োগের জন্য প্রার্থীর ফুড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিসহ সব পর্যায়ে প্রথম শ্রেণি থাকতে হবে এবং অপর একটিতে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিসহ সব পর্যায়ে প্রথম শ্রেণি থাকতে হবে।
বয়স: আবেদনের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবেG
আবেদন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নমুনা ফরমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীকে পূর্ণাঙ্গ মোট সাত সেট আবেদন পাঠাতে হবে। প্রতিটি সেটের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সংযোজন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অনুকূলে যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২২।