The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে অবৈধ ভিনদেশীদের বৈধতা অর্জন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত ভিনদেশি নাগরিক যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে ৩১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে।

অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে দ্যা ফরেইনার্স এ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’।

You might also like
Leave A Reply

Your email address will not be published.