বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের কমিটি তৈরির লক্ষ্যে আগ্রহী প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বুধবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
উক্ত কমিটিতে পদ-প্রত্যাশীদের আগামী সাত (০৭) দিনের মধ্যে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
জীবনবৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে:
১. দুই (০২) কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. জন্ম সনদের ফটোকপি।
৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদ এর ফটোকপি।
৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি ।
৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি