The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

বশেমুরবিপ্রবি’তে ভেটেরিনারি ১ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের আয়োজনে ও অপসোনিন ফার্মা লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় একাডেমিক ভবনের ১১৫ নং রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জানা যায়, এ বছর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন(এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী।

ইন্টার্নিশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. এ. কিউ. মাহবুব ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক শাহীন। তবে শিক্ষক নিয়োগের বিষয়ে ইউজিসিতে অবস্থান করার কারণে তারা প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।

এএসভিএম বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, অপসোনিন এগ্রোভেট এর এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. হেলাল উদ্দিন, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়া ইন্টার্নিশিপ প্রোগ্রাম-২০২৩ এর আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া বিনতে রহমান সৌমি।

এসময় অতিথিরা বলেন, ভেটেরিনারি পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী পেশা। এজন্য দেশকে এগিয়ে নিতে ও প্রাণিসম্পদের উন্নয়নে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করে সবাইকে অভিজ্ঞতা লাভ করতে হবে। তারা সর্বোপরি ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করেন।

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, ইন্টার্নশিপের ৬ মাস সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

অপসোনিন ফার্মা লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রাজীব তালুকদার অপসোনিনের বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ নিয়ে এসময় আলোচনা করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.