বশেমুরবিপ্রবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, খেলা চলাকালীন ফ্রী-কিকে গার্ড দেয়া নিয়ে বিতর্কের জেরে উভয় বিভাগের দর্শক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম এবং মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুমন হোসেন আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক আক্রমণের শিকার হন বলে জানা যায়।
সংঘর্ষের বিষয়ে ফিজিক্যাল ইনসেক্টর বাবুল মন্ডল জানায়, আমরা সকলে চাই একটি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আপনিও চাইবেন। আমরা মাঠ থেকে শুরু করে স্টেজসহ সব কাজ অনেক কষ্ট করে সম্পন্ন করেছি। এখানে সমস্যাটা হয়েছে খেলোয়াড় না এমন শিক্ষার্থী দর্শকরা মাঠে ঢুকে পড়ায়। মাঠে যাই হোক সেটার জন্য রেফারি আছে, হলুদ কার্ড আছে, লাল কার্ড আছে। এখন এ জায়গায় যদি দর্শকরা ঢুকে যায় এখানে কার সাধ্য আছে কি করার।”
এ বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, এটা খেলাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটেছে। দুই বিভাগ ছাত্রদের নিয়ে বসেছে। ক্রিয়া কমিটি বসে তাদের খেলার বিষয়ে সিদ্ধান্ত নিবে। তদন্ত কমিটি গঠনের ব্যাপারে জানতে চাইলে বলেন, এটাতো দুই বিভাগ দায়িত্ব নিছে এবং বিভাগের উপরেই নির্ভর করতেছে কি হবে।
ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো: রাজিউর রহমান বলেন, এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। আমাদের কাছে আনুষ্ঠানিক কোন অভিযোগ আসেনি।