বশেমুরবিপ্রবি সংবাদদাতা: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান রাজীবকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞাপতির মাধ্যমে এ তথ্য নিশ্চত করা হয়।
আগামী তিন বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান রাজীব।
এছাড়াও সহকারী প্রক্টর নিয়োগ পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ আসিফ খালেদ, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: গোলাম সরোয়ার, ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম।
নতুন দ্বায়িত্ব পেয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জন্য পাশে থাকার অনুরোধ করেছেন। সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।