The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

বশেফমুবিপ্রবির ওয়েবসাইট হ্যাক; অল্প সময়েই নিয়ন্ত্রণ আইসিটি সেলের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট (bsfmstu.ac.bd) হ্যাক হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

বুধবার (২১ আগষ্ট) সন্ধা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের তথ্যের পরিবর্তে দেখা যায় ‘PLNTOGEL’ নামের একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের তথ্য।

সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘TOTO SITE: Login Link to the Official Togel Site and the Most Trusted Online Togel Bookie No. 1 in Indonesia’

বশেফমুবিপ্রবির আইসিটি সেলের পরিচালক সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবির বলেন, “সন্ধা ৭টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি।”

তিনি আরও বলেন, হ্যাকাররা শুধুমাত্র পেজটা হ্যাক করতে সক্ষম হয়েছিল। দ্রুত আমরা সবকিছু যাচাই করে ওয়েবসাইট খুলে দিয়েছি। কারা হ্যাক করেছে তা বের করার কাজ চলছে। আশা করি শীঘ্রই জানতে পারবো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.