ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি বরাবরই নিজের স্ট্রাগল ও পথচলা নিয়ে খোলামেলা মন্তব্য করতে পিছপা হননি। এবারও তার ব্যতিক্রম হয়নি। একসময় নাচের মাধ্যমে বলিউডে প্রবেশ না করার পরামর্শ পেয়েছিলেন তিনি, এবং অনেকেই তাকে বলেছিলেন যে, এই পথে অভিনেত্রী হওয়া সম্ভব নয়। কিন্তু নোরা ফাতেহি সেই সকল বাধা এবং বিরোধিতা অতিক্রম করে একেবারে নিজের জায়গা তৈরি করেছেন।
বলিউডে তার প্রথম ব্রেক আসে বেলিডান্সের মাধ্যমে। যদিও তার অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে তার ভবিষ্যত সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে নোরা কখনোই তার কাজকে ছোট করে দেখেননি। বরং তিনি বারবার বলেছেন, যে কোনো কাজের সুযোগই তার কাছে মূল্যবান, এবং তিনি তার ১০০ শতাংশ উজাড় করে দিয়ে দর্শকদের মন জয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেছিলেন, “বলিউডে টিকে থাকার জন্য আমি গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যারা যা ইচ্ছা বলুক, সেটা আর আমাকে প্রভাবিত করে না।” তিনি আরও জানিয়েছেন, একাধিকবার প্লাস্টিক সার্জারি, বোল্ড লুক, এবং সেক্সি নাচের জন্য তাকে ট্রোল করা হয়েছে, তবে তিনি তা সঙ্গী করে এগিয়ে গিয়েছেন।
এছাড়া, বলিউডের অন্দরমহলের সম্পর্ক নিয়ে মন্তব্য করে নোরা আবারও সবার নজরে এসেছেন। তার কথায়, তিনি মনে করেন বলিউডের বেশিরভাগ সম্পর্কই এক ধরনের ‘ফেক’ বা ভূয়সী। এসব মন্তব্যের মাধ্যমে তিনি বলিউডের নেপোটিজম ও সিস্টেমের কড়া সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।