The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বর্ষসেরা লিওনেল মেসি, পঞ্চাশের ভেতরে নেই রোনালদোর নাম

সাঈদ মঈন: ২০২২ সালের সেরা ১০০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্যা গার্ডিয়ানের। সেখানে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তালিকায় মেসি ছাড়াও সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), আরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রয়েছেন ১২তম স্থানে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা নেই প্রথম পঞ্চাশে, তার অবস্থান হয়ে ৫১তম স্থানে।

২০৬ জন সাংবাদিকের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে এই তালিকা। যেখানে সর্বোচ্চ ৭৬% ভোট পেয়ে প্রথম হয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ১৩% ভোট। তৃতীয় হয়েছেন বর্তমানে ব্যালন ডি’অরের অধিকারী করিম বেনজেমা। তিনি পেয়েছেন ১০% ভোট।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করেন মেসি। টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের ৩টি গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে জিতে নিয়েছিলেন গোল্ডেন বল পুরস্কার।

তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও ছিলেন দুর্দান্ত ফর্মে। কাতার বিশ্বকাপে ফাইনালে শিরোপা জিততে না পারলেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হলেও গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি তারকা।

পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত একটি বছর কাটানোর পুরস্কারই পেয়েছেন মেসি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেরা পঞ্চাশের বাইরে চলে যাওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা পর্তুগালের হয়ে বাজে একটা বছর কেটেছে তার। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শেষ চারের লড়াইয়ে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে রোনালদোর পর্তুগাল। আসরে মাত্র ১টি গোল করেছিলেন তিনি।

তাছাড়াও দ্যা গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় সেরা দশের মধ্যে রয়েছেন কেভিন ডি ব্রুইনে, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া ও মোহাম্মদ সালাহ। সেরা ১০০ জনের তালিকায় ম্যানসিটির ১২, রিয়াল মাদ্রিদের ১১, লিভারপুলের ৯, ম্যানইউ-পিএসজি-বার্সেলোনার ৫ জন করে ফুটবলার রয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.