বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
সেই উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস ২৬ জুলাই ২০২৩ তারিখে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস শিরোনামে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরের রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রাঙ্গণে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করতে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
২ দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে থাকবে আলোচনা, মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্র কাছাড়ি বাড়িতে সারাদিন রবীন্দ্র পরিবারের সাথে যুক্ত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জলের গান।
উল্লেখ্য যে, গত সাত বছরে বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত না হলেও অনেক প্রতিষ্ঠিত পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ কারনে ২০২৩ সালে গুচ্ছ ভর্তির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম।
গবেষণার ক্ষেত্রে পুরো দেশের সেরা গবেষকদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের নাম ইতোমধ্যে এডি সাইন্টিফিক ইনডেক্সে স্থান পেয়েছে। এছাড়াও মোট পঁচিশজন শিক্ষকের মধ্যে সকলেই নিজ ক্ষেত্রে গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রেখেছেন।
সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন উদযাপনের প্রস্তুতি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম জানান, ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৬ ও ২৭ জুলাই দুদিনব্যাপী উদযাপিত হবে। প্রথম দিন উদ্বোধনী পর্ব শেষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রাঙ্গণে। সেদিন রবীন্দ্র কাছাড়ি বাড়িতে সারাদিন রবীন্দ্র পরিবারের সাথে যুক্ত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যান্ড জলের গান। দ্বিতীয় দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের রবি চত্ত্বরে বৃক্ষরোপণ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।