বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয় আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২০২০- ২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে। রেজাল্ট বা ফলাফল দেখতে ভিজিট করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। শিক্ষার্থীদের ৭ -১২ অক্টোবরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লিংক) প্রবেশ করে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে।
ক ইউনিট-প্রথম স্থানের অধিকারী হয়েছে – সুমাইয়া আক্তার- যার গুচ্ছ ভর্তি পরীক্ষায় মার্ক ৮০.৫
খ ইউনিটে-প্রথম স্থানে আছে মো.আশিকুজ্জামান সৈকত-মার্ক ৭১.২৫। গ ইউনিটে ৮১.২৫ মার্ক নিয়ে প্রথম হয়েছে -আশিকুর রহমান হিমেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৯০ টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২০ জন।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সর্বোচ্চ আবেদন পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৩৫০ জন,সেই হিসেবে আসন প্রতি আবেদন সংখ্যা প্রায় ২৯ টি। মানবিক বিভাগের ‘খ’ ইউনিটে ৫৯০টি আসনের পরিবর্তে ৯৩৩৮ জন আবেদন করেছে এবং প্রতি আসনের জন্য প্রায় ১৬ জন আবেদন করেছে। বাণিজ্য শাখার শাখার ‘গ’ ইউনিটে ৩০০ আসনের জন্য আবেদন সংখ্যা ৪ হাজার ৭৫৩ টি, প্রতি আসনের জন্য আবেদন প্রায় ১৬টি।