ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-ই-বাংলা হলের ডাইনিং এর খাবারে মাছের নাড়ি পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে খাওয়ার সময় ভাতের মধ্যে মাছের নাড়ির অংশ দেখতে পান নূর মোহাম্মাদ নামের এক শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও একদিন বেগুন ভাজির মধ্যে সাদা লার্ভা জাতীয় ময়লা দেখতে পাই। আজ রাতে আবার সাদা ভাতের মধ্যে মাছের নাড়ির অংশবিশেষ দেখতে পেলাম।
শেরে বাংলা হলের আরেক আবাসিক শিক্ষার্থী শেখর জোয়াদ্দার বলেন,শেরে বাংলা হলের খাবার খাবারযোগ্য না৷ গতকালকে খিচুড়ি এনে খেতে পারিনি, ফেলে দিতে হইছে৷
এ বিষয়ে ক্যান্টিন পরিচালক মোঃ হারুন-তালুকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওটা শিক্ষার্থীর ভুল ধারণা ওটা কোন মাছের নাভি ছিল ওটা হচ্ছে নেট জালের সুতা।এছাড়াও পচা বাঁশি খাবারের বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বলেন আমরা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করি।
এ বিষয়ে শেরে-ই-বাংলা হল এর প্রভোস্ট আবু জাফর বলেন, আমি এ বিষয়ে অবগত নই।শিক্ষার্থীরা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখব।