The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মশাল মিছিল

ববি প্রতিনিধিঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে প্রায় চার ঘন্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ৯ জুলাই) বিকেল ৩ টায় মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে বাংলা ব্লকড এর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল দিয়ে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। এ দিকে আগামীকাল বুধবার সারাদিন মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনের ঘোষনা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ০৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.