The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দুর্ঘনায় নিহত ১

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অন্তরা পরিবহন-মোটরসাইকেল সংঘর্ষে ফের ১জন নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাস্টার) মারা গেছেন৷ নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম, মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহণ এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে কিছুদূর গিয়ে বাস আটকালে বাস রেখে চালক পালিয়ে যান। বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়েছে। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৪দিনের ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.