বাকৃবি প্রতিনিধিঃ বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থী নির্যাতন এবং সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংসদ।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে প্ৰতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জানা যায়, গত ২৩ আগস্ট, ২০২৩ বুধবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের হলে এক নারী শিক্ষার্থী ছাত্রলীগের কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি ওই ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীকে জানালে তাঁকেও রুমে ডেকে নিয়ে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে র্যাগিংয়ের বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল নির্যাতনের শিকার ছাত্রীদের বক্তব্য নেয়। এ সময় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে নির্যাতনের শিকার ছাত্রী ও ছাত্রীর মায়ের বক্তব্য নিতে যান। তখন কয়েকজন শিক্ষক সাংবাদিকদের লাঞ্ছিত করেন।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ও প্রশাসনের ভঙ্গুর অবস্থার কারনে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তাই এই ভঙ্গুর প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ও ঘটনার সাথে জড়িত ছাত্রীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে ছাত্র ইউনিয়ন, বাকৃবি সংসদ জোর দাবি জানায়।