The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজনের শুভ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

শুক্রবার (৬ই ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্ছ সংলগ্ন মাঠে শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাব কর্তৃক এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত আয়োজনটিতে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগ থেকে মোট ৪৮ টি টিম অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

এসময় প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, এতো সুন্দর একটি কুয়াশা ডাকা সকালে খুব সুন্দর একটি আয়োজন এই শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। এতো সুন্দর, সুশৃঙ্খল ও চমৎকার আয়োজন আমি আসার পর এখন পর্যন্ত একটিও দেখিছি। এই আয়োজনটি আমাদের মনে করিয়ে দেয় শহীদ আবু সাঈদ আমাদের কতটা জুড়ে রয়েছে। সেই স্মৃতিকে আকড়ে ধরেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তাই আমাদের সকল শিক্ষার্থীদের এই ধরণের খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করতে হবে। সুস্থ দেহ, সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই।

এসময় তিনি খেলাধুলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরূপ শারিরীক শিক্ষা অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে মন্তব্য করেন। এছাড়া তিনি আয়োজক কমিটিকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য শহীদ মায়শা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতেও অনুরোধ জানান।

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম বলেন, ৫১ একরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০০০০ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে ৫৬ হাজার বর্গ মাইলের নেতৃত্ব দিবে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে আমরা মাদক মুক্ত একটি স্বতন্ত্র ক্যাম্পাস বিনিমাণে বদ্ধপরিকর।

এসময় তিনি, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য শহীদ মায়শা স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করার আশাও ব্যক্ত করেন।

আয়োজনটিতে বিজয়ী টিমের জন্য ১ টি খাসি এবং রার্নাসআপ টিমের জন্য ২ টি রাজহাঁসসহ আরো অনেক অনেক পুরষ্কারে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।এছাড়া জানা যায় পুরো আয়োজনটি তত্ত্বাবধানের দায়িত্বে আছেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন।

এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এ.টি.এম রফিকুল ইসলামসহ শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. এ.টি.এম রফিকুল ইসলাম, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক ইকবাল হাসানসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.