The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন

বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টারের (আরইআরসি) উদ্যোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি ‘অফ গ্রিড সোলার সিস্টেম’ প্রজেক্ট উদ্বোধন হয়েছে৷

রবিবার (২৬ মে) সকাল ১১টায় একাডেমিক ভবনে ইইই বিভাগের ল্যাব কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান উক্ত প্রজেক্ট উদ্বোধন করেন৷

ইইই বিভাগের প্রভাষক ও আরইআরসি এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুল হকের তত্ত্বাবধানে ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাবেয়া খান, আমান উল্ল্যাহ ৩য় বর্ষের নাদিরা ফারজানা, তানভীর আহাম্মেদ দ্বীপ, রেদোয়ান বিন আকরাম, সামাতুন মীম, মো.তানভীর ও জাহিদা আক্তার জীমের টিমসহ ইইই বিভাগের শিক্ষার্থীরা এ প্রজেক্ট তৈরি করেন৷

এ পদ্ধতিতে .৫ কিলোওয়াট ডিসি এবং এসি উভয় লোডে বিদ্যুৎ চলতে সক্ষম। সারাদিন এবং রাতে ৪-৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এই সিস্টেমটি৷

২য় বর্ষের শিক্ষার্থী উমর ফারুক জানান “বর্তমানে ও ভবিষ্যত প্রজন্মকে বিদ্যুতের চাহিদার জন্য যেন সংকটে পড়তে না হয় তারই ধারাবাহিকতায় নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সোলার সিস্টেমকে ব্যবহার করে কিভাবে ডিসি কারেন্ট থেকে এসি কারেন্ট পাওয়া যায় তার প্রাথমিক সফলতা আমরা পেয়েছি এবং পরবর্তীতে কিভাবে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে ব্যবহার করা যায় তার জন্য কাজ করার চেষ্টা করবো৷”

উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা এখন যেসব উৎস থেকে শক্তি পেয়ে থাকি তা এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু নবায়নযোগ্য শক্তি থেকেই যাবে। তাই এ বিষয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনীয়তার নীরিখে ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরো জানান, “সরকার এ বিষয়টির উপর বেশ জোর দিচ্ছে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে এটি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে গ্রিডে ব্যবহারের জন্য বিকল্প পদ্ধতিতে নেট মিটারিং সিস্টেম চালু করতে হবে। আজকের অফ গ্রিড সোলার সিস্টেম এরই অংশ।”

ইয়াসির আরাফাত/

You might also like
Leave A Reply

Your email address will not be published.