চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউব উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এই উদ্বোধন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এক চিঠিতে জানান, বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন।
জানা গেছে, টানেলের পতেঙ্গা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে পুরো টানেলের উদ্বোধন হবে আগামী জানুয়ারিতে।
প্রসঙ্গত, চীনের সহযোগিতায় কর্ণফুলীতে দেশের প্রথম এই টানেল নির্মিত হচ্ছে। এই টানেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়ে নতুন মাত্রা আনবে দক্ষিন-পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। প্রকল্পটি ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আছে মেগা প্রকল্পটি। এখন চলছে টানেলের ভেতরে ফায়ার ফাইটিং, লাইটিং ও কন্ট্রোল ব্যবস্থাপনার কর্যক্রম।