The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বগুড়া জেলা বার সমিতিতে আ.লীগের মতিন সভাপতি, বিএনপির বাছেদ সম্পাদক

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির (জেলা আইনজীবী সমিতি) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি) সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থী আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচন শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট আব্দুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। মাত্র ১ ভোটে পরাজিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান খান মুক্তা। তিনি পেয়েছেন ২৪৮ ভোট। নির্বাচনে পুনরায় আব্দুল বাছেদ সাধারণ সম্পাদকসহ ১৩ টি পদের বিপরীতে ১১ টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।

আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতির ২ টি পদে যথাক্রমে বিএনপির মাসফিকুর রহমান তালুকদার রুবেল। তিনি পেয়েছেন ৩২১ ভোট। বিএনপির সাখাওয়াত হোসেন মল্লিক তিনি পেয়েছেন ৩০৬ ভোট। যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিএনপির আমিনুল ইসলাম শাহীন‌। তিনি পেয়েছেন ৩৪৮ ভোট এবং বিএনপির মাহবুবা খাতুন সুখী তিনি পেয়েছেন ২৯৭ ভোট। এছাড়া লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বিএনপির উজ্জ্বল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮৮ ভোট। ম্যাগাজিন ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির গোলাম মোস্তফা মজনু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট।

বগুড়া বার এর নির্বাচনে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মিজানুর রহমান মিজান। তিনি পেয়েছেন ৩৫১ ভোট। তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি’র আব্দুস সালাম। তিনি পেয়েছেন ৩১৬ ভোট। চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির সিরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯৫ ভোট। পঞ্চম হয়েছেন বিএনপি’র সাইফুদ্দিন সাইফুল। তিনি পেয়েছেন ২৯৪ ভোট। এছাড়া আওয়ামী প্যানেলের একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন বেবি খাতুন। তিনি ৩৩৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি আতাউর রহমান খান মুক্তা ও সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ এর নেতৃত্বে ১৩ টি পদে প্রার্থী দেয়া হয়।

অপর দিকে আব্দুল মতিন ও রোমানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রেজাউল করিম মন্টু ও জাকির হোসেন নবাবের নেতৃত্বে আওয়ামী লীগের আরও একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

এছাড়াও গণতান্ত্রিক আন্দোলনের একটি প্যানেল সাইফুল ইসলাম পল্টু এবং আব্দুল লতিফ ববির নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ শুক্রবার (পঁচিশে নভেম্বর ২০২২) বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নিজস্ব কার্যালয় গহর আলী বার ভবনে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে বগুড়া বার এর ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কমিশন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.