টিআরসি রিপোর্টঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৮ মার্চ) ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত স্কুলছাত্রী ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে অনি রায়। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মতো আমার বোন স্কুলে কোচিংয়ের জন্য যান। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে আমার বোন তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি।
অর্ঘ্যের দাবি, আমার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল।
প্রত্যক্ষদর্শী উর্মি নামের একজন জানান, সোমবার অনি রায় অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনিকে উত্ত্যক্ত করত।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সোমবার এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত কিশোরীর ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।