The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫

বই বিতরণের ব্যানারে শেখ হাসিনার ছবি, চার শিক্ষককে শোকজ

পাবনা জেলার সুজানগরে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক ও অপর ৩ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ১১১নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারসহ অপর তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

গত ৬ জানুয়ারি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি বই বিতরণ উৎসব ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার বিদ্যালয়ের সামনের দেয়ালে টাঙিয়ে বই বিতরণ উৎসব করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

আপনি অপ্রাসঙ্গিক ব্যানার ব্যবহার করেছেন। এর ফলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও স্থানীয় আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এহেন কার্যকলাপের জন্য কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তার সুস্পষ্ট লিখিত জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে দিতে হবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব বলেন, সরকারি নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে উপজেলার ১১১নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আর তা না হলে সব ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার এ প্রতিনিধিকে বলেন, এদিন আমি সকালে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বই বিতরণের সময় জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম।

স্থানীয় বাসিন্দারা বলেন, গণঅভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। বই বিতরণের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। প্রধান শিক্ষক এ ঘটনার দায় এড়াতে পারেন না।

বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ বলেন, এ বছর বই বিতরণে কোনো উৎসব করার সরকারি নির্দেশনা ছিল না। তারপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ব্যবহারের বিষয়টি তারা অবগত হওয়ার পরপরই প্রধান শিক্ষকসহ (ভারপ্রাপ্ত) অপর ৩ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং ৭ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের ছবি তিনি পেয়েছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ভুল কিভাবে হয়? অভিযুক্ত শিক্ষকেরা লিখিত জবাব দেওয়ার পর সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী ঘটনাটি প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.