ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতেই আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এসেছি।
রোববার (২৯ সেপ্টেম্বর)সকালে আদালত প্রাঙ্গণে আত্মসমর্পণের আগে এসব কথা বলেছেন মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, আইনে যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি আত্মসমর্পণ করব। আমার লড়াই অব্যাহত রাখবো। যদিও এই মামলা সর্ব মিথ্যা এবং একটা উদ্ভব ব্যাপার। আমার লড়াই অব্যাহত থাকবে।
এরপর আদালতে আইনজীবীর মাধ্যমে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।