আগামী মাসেই চালু হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’। অ্যাপল ইনক করপোরেশনের অ্যাপ স্টোরের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি চালু করছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এই প্ল্যাটফর্মে ভিডিও-অন-ডিমান্ড সার্ভিসে ‘নন-ওক’ বিনোদন প্রোগ্রামিং, খবর, পডকাস্ট এবং আরও অনেক কিছু থাকবে।
অ্যাপটি টুইটারের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ব্যক্তি ও ট্রেন্ডিং বিষয়গুলিতে টুইটারের মতোই অনুসরণ করা যাবে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর দেওয়া বার্তাকে নামকরণ করা হয়েছে ‘ট্রুথ’ নামে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প।