The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন বিশ্বসেরা স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটিতে

নাইট-হেনেসি স্কলার্স নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দিচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ১২ ই অক্টোবর ২০২২ ।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে যায় । তাছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রাম বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ থাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের। প্রতিবছর প্রায় এক’শ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

বৃত্তির সুবিধাসমূহ:
সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে । বসবাস এবং একাডেমিক ব্যয়ের জন্য থাকবে নাইট হেনেসি উপবৃত্তি (যেমন কক্ষ এবং বোর্ড, বই, একাডেমিক সরবরাহ, নির্দেশমূলক সামগ্রী, স্থানীয় পরিবহন এবং যুক্তিসঙ্গত ব্যক্তিগত ব্যয়)। এছাড়াও নাইট-হেনেসি স্কলারপ্রাপ্ত শিক্ষার্থীরা একাডেমিক কাজের জন্য পরিপূরক তহবিলের (যেমন- কনফারেন্স ভ্রমণ) আবেদন করতে পারবে।

উপবৃত্তিঃ
ভ্রমণ অনুদান

যোগ্যতা:
বিশ্বের সকল দেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ উন্মুক্ত। এমনকি আবেদনকারীকে কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোন ধরনের অনুমোদনের প্রয়োজন হবে না।

প্রথমত, নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রামে আবেদনের পাশাপাশি আপনাকে অবশ্যই স্ট্যানফোর্ডে ফুলটাইম মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। অবশ্যই প্রত্যেক নবাগত নাইট-হেনেসি স্কলারকে স্ট্যানফোর্ডের স্নাতক প্রোগ্রামে সদ্য তালিকাভুক্ত শিক্ষার্থী হতে হবে, তবে এটি ডিএমএ, জেডি, এমএ, এমবিএ, এমডি, এমএফএ, এমপিপি, এমএস বা পিএইচডি প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়ভিত্তিক নির্দিষ্ট কোনো কোটা নেই। কমপক্ষে দুই বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ সাল বা তার পরে, একটি ইউএস স্নাতক ডিগ্রী বা স্বীকৃত অবস্থানের একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমতুল্য ডিগ্রি অর্জন থাকতে হবে। আপনি যদি ২০২৩ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন চান, তাহলে আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে; আর ২০২৪ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন করতে, আপনাকে অবশ্যই জানুয়ারী ২০১৭ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বিস্তারিত জানতে ঘুরে আসুন https://knight-hennessy.stanford.edu/admission/planning-apply/why-khs

যেভাবে আবেদন করবেন:
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৩- এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। স্নাতকোত্তরের জন্য ক্লিক করুন https://www.stanford.edu/admission/, আর পিএইচডির জন্য জানতে ক্লিক করুন https://knight-hennessy.stanford.edu/admission/planning-apply/dates-and-deadlines।

Read More

You might also like
Leave A Reply

Your email address will not be published.