ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানান, আজই যোগদান করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.শুচিতা শরমিন৷ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কারও কোন ফুল গ্রহণ করবেন না এবং কারো সাথে সৌজন্য ছবি তুলবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড.শুচিতা শরমিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক।