বিশেষ প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মুঠোফোনে উপাচার্য নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোন ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট। আজই ক্যাম্পাসে ফিরবেন তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। এছাড়া ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।