The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫

ফার্মগেটে ককটেল বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করার কাজ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসব বোমা আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে গেছে। সেখানে বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে এসব বোমা নিষ্ক্রিয় করা হবে।

শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে খোলা মাঠে নেওয়া হয়েছে। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটে ককটেল বোমাগুলো নিষ্ক্রিয় করবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.