The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫

‘ফরিদপুর-৪’ নির্বাচনী আসন পুনর্বহালের দাবি

ডেস্ক রিপোর্ট: সাবেক ফরিদপুর-৪ (সদরপুর- চরভদ্রাসন) নির্বাচনী আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন সদরপুর ও চরভদ্রাসন উপজেলাবাসী। দুই উপজেলার সম্মিলিত উদ্যোগে ‘সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন ফরিদপুর-৪ পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে শনিবার (১৮ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা তুলে ধরেন, ৭০ এর নির্বাচন থেকে ফরিদপুর-৪ নির্বাচনী আসনটি ছিল সদরপুর-চরভদ্রাসন দুটি উপজেলা নিয়ে। মাঝে আসনটির সীমানা পরিবর্তন করা হলেও ১৯৮৬ এর নির্বাচনে আবারও ফিরিয়ে আনা হয়। ভাঙাকে আলাদা করে (সদরপুর ভদ্রাসন) নিয়ে আলাদা সংসদীয় আসনের দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আয়োজন মিলিত হন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব মো, কুদ্দুস খান। সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফাহাদ খান শাওন ও এসএম মিজানুর রহমান। সূচনা বক্তব্য দেন সাবেক ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব আখতার উজ্জামান।

সভায় আরও বক্তব্য দেন— বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, শাহ আলম রেজা, আনোয়ার হোসেন, লুৎফর রহমান পাশা, অ্যাড. আবুল বাসায় মৃধা, অ্যাড. মাহবুবুর রহমান দুলাল, মনজুরুল হক মৃধা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.