The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি

যৌক্তিকতা ও ন্যায্যতার আলোকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী শিক্ষকদের কখনো হতাশ করবেন না। শুধু প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য দাবি উপস্থাপন করছি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সমীপে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা নিয়ে কয়েকটি চাকরির তুলনামূলক তথ্য তুলে ধরা হয়।

মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ‌্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা। প্রাথমিক শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বল্পদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশুনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন শিক্ষক ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা বেতন স্কেলে মোট ১৭ হাজার ৬০০ টাকা পান। মাসিক এ বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্র ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা নিয়ে জীবন অতিবাহিত করছেন। মাসিক এ বেতন দিয়ে উন্নত জীবন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.