The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী মাসের ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা গণমাধ্যমকে এ তথ্য জানান।

মনীষ চাকমা বলেন, ‘দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগিরই আন্তমন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।’

এবারই ১ম বারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। বিভাগ ভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। গত ৮ ডিসেম্বর তিন বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট) ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো শুরু হয়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.