The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

প্রয়াত মনি কিশোরের শেষ গান আসছে দোয়েল এন্টারটেইনমেন্টে

নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর না ফেরার দেশে চলে গেছেন সম্প্রতি। তার সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান গেয়েছেন তিনি। গান লিখেছেন এবং অনেক গানের সুরও করেছেন। মারা যাওয়ার আগেও অনেক গান রেকর্ড করেছেন জনপ্রিয় এই শিল্পী। তবে স্টুডিওতে তার গাওয়া শেষ গানটি ছিল সুরকার ও সংগীতপরিচালক আল আমিন খানের সঙ্গে করা। গানটি প্রযোজনা করেছিল দোয়েল এন্টারটেনমেন্ট। ‘চোখের পানি’ শিরোনামের গানটির কথা লিখেছেন তকবির হোসাইন।

যে গানটি অচিরেই প্রকাশ করা হবে এমনটাই জানালেন আল আমিন খান। তিনি বলেন, মনি কিশোর দাদা আমাকে অনেক আদর করতেন। তার এভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। দাদার সঙ্গে আমার চারটি গানের কাজ করার সুযোগ হয়েছে। এরমধ্যে শেষ গানটি হচ্ছে ‘চোখের পানি’। আমার জানা মতে এটাই ছিল মনি কিশোর দার শেষ রেকর্ড। হয়তবা অন্য কোনো খানে দাদা আরও কাজ করে থাকতে পারেন। এটা আসলেই আমার জন্য অনেক বড় পাওয়া। গানটি অচিরেই প্রকাশ করা হবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও-টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতৃপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা ও লেখা। মাঝে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন এই গায়ক। চলতি বছর এক সাক্ষাৎকারে জানান, তিনি আবারও গান করছেন।

‘চোখের পানি’ শিরোনামের গানটি রিলিজ হবে দোয়েল এন্টারটেইনমেন্টের নিজস্ব চ্যানেলে। চ্যানেলটি সাবক্রাইব করতে ক্লিক করুন

You might also like
Leave A Reply

Your email address will not be published.