প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্প্রতি রাজস্ব খাতের ৪টি পদে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য ৩০ মার্চ আবেদন শুরু। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৫
২. কম্পিউটার অপারেটর-৪
৩. সহকারী গ্রন্থাগারিক-১
৪. অফিস সহায়ক-১২
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।