The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

প্রতিবাদের মুখে পদত্যাগ করলেন ঢাবির আইন অনুষদের ডিন

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রহমত উল্লাহ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

আজ সকাল থেকে তার পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুর সোয়া ১২টায় একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার-জগন্নাথ হল হয়ে ফুলার রোড দিয়ে ঈশা খা রোডে অধ্যাপক রহমত উল্লাহর বাসভবনের সামনে অবস্থান নেন।

আইন বিভাগের শিক্ষার্থীরা জানান, গত ১৭ আগস্ট শিক্ষার্থীরা বর্তমান চেয়ারম্যান এবং ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি অস্বীকৃতি জানান এবং পদত্যাগ করতে অপারগতা প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান ও ডিন অফিসসহ বিভাগের সকল প্রকারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং অফিসসমূহে তালা ঝুলিয়ে দেয় এবং তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.