৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেসব প্রতিবন্ধী প্রার্থী শ্রুতি লেখক চান তাদেরকে আগামী ৩০ এপ্রিলের (বৃহস্পতিবার) মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এমটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের পিএসসি থেকে শ্রুতি লেখক দেওয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতি লেখক চান তাদের ৩০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে।
উল্লেখিত সময়ের মধ্যে কাগজপত্রসহ শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। শ্রুতি লেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।