The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

প্রতিবন্ধী কোটায় জাবি’র ভর্তি সাক্ষাৎকার ৯ মে

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতিবন্ধী কোটায় আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার ৯ মে সকাল দশটায় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডীনের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ( ২ মে) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত
বাছাই কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার ড. বি. এম. কামরুজ্জামান দ্য রাইজিং ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যে সকল ছাত্র-ছাত্রীর সাক্ষাৎকার নেয়া হবে তাদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। উল্লেখ্য যে, সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় সকল মূল সনদপত্র (ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, প্রতিবন্ধী কোটায় ভর্তির আবেদনপত্র (যদি থাকে), প্রতিবন্ধিতার সনদপত্র/আইডি কার্ড, এসএসসি ও এইচএসসি পাশের সনদপত্র/মার্কশীট ইত্যাদি) সঙ্গে আনতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.