The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

প্রতিপক্ষ ভেবে ইবি শিক্ষার্থীকে কুপি/য়ে জখম

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহে আরাপপুরে এমন ঘটনার শিকার হন তিনি। বর্তমান তিনি ঝিনাইদহ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই স্থানে দুই পক্ষের মারামারি হয়। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এসময় আরাপপুর ইলেক্ট্রিসিটি না থাকায় তিনি এই পরিস্থিতির মাঝে পড়ে যান। ধাওয়া পাল্টা পরিস্থিতি দেখে তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান এবং হামলায় শিকার হন। পরবর্তীতে, বেল্লাল নামের একজন ঝিনাইদহের স্থানীয় ব্যক্তি মশিউর রহমানকে হসপিটালে নিয়ে যান।

হামলায় শিকার ইবি শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। তারপর কিছু লোকজন ভারী অস্ত্রপাতি নিয়ে তাড়া করে। তারপর আমাকে মারধর করে। আমি স্টুডেন্ট বলার পরও রড, স্টিক দিয়ে আঘাত করে। শরীরের ৬ জায়গায় কাটা পরে। তাতে প্রায় ১৭-১৮ টি সেলাই লাগে। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে দেখতে আসছিলো এবং বিভাগের শিক্ষার্থীরা আমার সাথে আছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. রেজা বলেন, মশিউর ঝিনাইদহ তে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ তার উপর হামলা হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ছিল। পুলিশ টিমের সাথে আমার কথা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে আমাকে জানাবে। এছাড়াও, ছাত্র উপদেষ্টাকে জানিয়ে রেখেছি। আগামীকাল ক্যাম্পাসে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.