The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

পিসিআইইউ প্রতিনিধিঃ বর্নিল আয়োজনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী (মঙ্গলবার) স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০:০০ টাই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ ইসমাইল খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই ফুল এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাবী, উপজাতি ও মুক্তিযোদ্ধা কোটায় মোট ৫৩ জনকে রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, “তোমাদের এখন আত্মোপলব্ধির সময়, আত্মোন্নয়নের সময়। শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। এসব স্বপ্ন পূরণ করতে হলে জ্ঞানে-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। বৃহৎ পরিসরে চিন্তা করতে হবে।” তবে পড়াশোনা করে দেশত্যাগ না করে বরং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোঃ ইসমাইল খান শুধু ডিগ্রি অর্জন নয় বরং সত্যিকার অর্থে মানবিক মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যা ছেড়ে বরং অর্থ বুঝে আনন্দের সহিত শিক্ষা গ্রহণের প্রতি জোর দান করেন। এবং শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ প্রদান করেন তিনি।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারলেই দেশ আন্তর্জাতিক মানের নাগরিক তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এডভাইজার প্রফেসর ড. এম. মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ওবায়দুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য জনাব এহসানুল হক রিজন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আসমা ইয়াসমিন এবং আইন বিভাগের প্রভাষক আরাফাত ইবনুল বাশার।

দুপুরের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.