কুবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) খুলছে ১৬ অক্টোবর। বুধবার থেকে থেকে শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, পূর্বের শিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে বলে নিশ্চিত করেছেন পরিবহন পুলের প্রধান মো. জাহিদুল আলম।
তিনি বলেন, ভিন্ন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু সকল কিছু ঠিক আছে। তাই পূর্বের শিডিউল অনুযায়ী নির্ধারিত রুটে বাস চলাচল করবে।