ববি প্রতিনিধিঃ পূজা মন্ডপে নজরদারিতে সার্বিক কাজ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কর্মীরা।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে বরিশালের শ্রী শ্রী শংকর মাঠ পূজা মন্ডপে সার্বিক খোঁজ খবর নেন তারা। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মির তত্ত্বাবধানে এ নিরাপত্তার দায়িত্ব পালন করা হয়।নিরাপত্তার পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর ও নজরদারি রাখেন তারা।
এসময় কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নওরীন উর্মি বলেন, ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। জুলাই আন্দোলন অনুপ্রেরণা সফল করতে হলে সাধারণ জনগনের ঐক্যবদ্ধ ভাবে সকলের ধর্মীয় চেতনার প্রতি সম্মান, ধর্মীয় উৎসবের মাহাত্ম্য ও নৈতিক শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলন হওয়া জরুরি।
ছাত্রদলের আরেক কর্মী আজমাইন সাকিব বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’ এই বাণীকে সামনে রেখে, তারেক রহমানের নির্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে। আমরা লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে ধর্মকে কেন্দ্র করে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চক্রান্ত চলছে। কোনো বিশেষ গোষ্ঠী এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই অপচেষ্টাকে প্রতিহত করতে আমরা সবসময় মাঠে সজাগ রয়েছি। দলমত নির্বিশেষে সবার ধর্ম পালনের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত।
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভা সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতির বাতিল করা হয়।