পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ রৌমারী (পুসার) এর আয়োজনে ইফতার মাহফিল ২০২৩ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রৌমারী সরকারি কলেজ মাঠে আয়োজনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব শামসুল আলম, এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, আশরাফুল ইসলাম দূর্জয়, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ শামিম আকতার শুভসহ রৌমারী থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা।
সংগঠনটির সভাপতি মাকসুদুল মামুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সকলের সহযোগিতায় আমরা ইফতার মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আয়োজনের মাধ্যমে পাবলিকিয়ানদের মধ্যে আরো ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় হয়। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকুক।”
সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, “পুসারের মাধ্যমে আমরা সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আমাদের সিনিয়র জুনিয়র ভাই বোনদের সাথে পরিচিত হতে পারি। তাছাড়া সাবেক পাবলিকিয়ানদের সংস্পর্শে যাইতেও পারি এই সংগঠনটির মাধ্যমে। পুসার আমাদের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে গড়ে তুলেতেছে। আজকের এই আয়োজনের মাধ্যমে প্রত্যেকের সাথে মিলিত হতে পারাটা খুবই আনন্দের।”