ডেস্ক রিপোর্ট: পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারী নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। তাকে চিক্কদাপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লু অর্জুন যে প্রিমিয়ারের স্ক্রিনিংয়ে আসবেন তা তেলেঙ্গানা পুলিশকে জানানো হয়নি। তবে থিয়েটার ম্যানেজমেন্ট বিষয়টি জানতেন। পুলিশ জানলে আরও নিরাপত্তা মোতায়েন করা যেত। তাছাড়া দর্শকদের জন্য আলাদা কোনো প্রবেশ বা প্রস্থান ছিল না। প্রেক্ষাগৃহে উপস্থিত প্রচুর ভিড় এবং নিরাপত্তার অভাবের কারণে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয় বলে অভিযোগ আছে।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর রাতে। সেদিন সন্ধ্যা থিয়েটারে অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হাজারও জনতা ভিড় করে। তবে থিয়েটারে প্রবেশের পর পদদলিত হয়ে শ্বাসরোধের কারণে মারা যান রেবতী নামের এক নারী। একই ঘটনায় তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়।
রেবতীর মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ ৫ ডিসেম্বর আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করে।