জবি প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে শাহবাগে একত্রিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পুলিশি ব্যারিকেড ভেঙে শাহাবাগে একত্রিত হয়েছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন থামাতে শাখারী বাজার, তাতীবাজার, গুলিস্থানে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা ভেঙে শিক্ষার্থীরা শাহাবাগে আন্দোলনে অংশ নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েকহাজার শিক্ষার্থী অংশ নেয়।
শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা রহমান বলেন, কোন বাধা আমাদের আটকাতে পারবে না। আমরা জগন্নাথ থেকে বাধা পেরিয়ে এসেছি। কোন বাধা মানবো না। আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো।
এদিন আন্দোলন শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের আন্দোলন না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের আটকাতে প্রধান ফটকে তালা দেয়া হলে শিক্ষার্থীরা তা ভেঙে ফেলে।