আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গার দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ সেখানে দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ে সরে যান। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় দাবানলে পাঁচজনের প্রাণহানি হয়েছে।
ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। গৃহহারা হয়েছেন বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, জেমস উডস, জেনিফার অ্যানিস্টনসহ বহু তারকা।
গত মঙ্গলবার শুরু হওয়া ওই দাবানলে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। ইতিমধ্যে দাবানলকবলিত এলাকার এক লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার সন্ধ্যায় নতুন করে হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়ায় আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে। হলিউড হিলসসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।
দক্ষিণে হলিউড বোলেভার্ড, উত্তরে মুলহল্যান্ড ড্রাইভ, পূর্বে ১০১ ফ্রিওয়ে এবং পশ্চিমে লরেল ক্যানিয়ন বোলেভার্ড পর্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিনোদনজগতের ক্ষেত্রে এই জায়গাগুলো খুব উল্লেখযোগ্য। এই এলাকার মধ্যেই ডলবি থিয়েটারের অবস্থান। সেখানে অস্কার আয়োজন হয়ে থাকে। অস্কারের আয়োজকেরা বলেছেন, দাবানলকে কেন্দ্র করে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে দুই দিন পেছানো হয়েছে।
অপেক্ষাকৃত ছোট আকারে হলেও হলিউড বোলেভার্ড ও ওয়াক অব ফেম সড়কের ওপর দিয়েও দাবানলের শিখা দেখা যাচ্ছে। দাবানল যদি ১০১ ফ্রিওয়ে অতিক্রম করে, তবে হলিউড সাইন ও গ্রিফিথ অবজারভেটরি ঝুঁকিতে পড়বে।
লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার শুরু হয়েছে ধ্বংসাত্মক দাবানল। গত দুই দিনে কমপক্ষে হলিউড হিলস, ভেনচুরা, ইটন, সান ফার্নান্দো, উডলি ও প্যালিসেডসসহ অন্তত সাতটি এলাকায় জ্বলছে আগুন, পুড়ছে ঘরবাড়ি-গাছপালা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এরইমধ্যে এক হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১ লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সানসেট ফায়ার নামে সর্বশেষ দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড হিলসে। চলচ্চিত্র সেলিব্রিটিদের বাড়িঘর পুড়ে যাচ্ছে। হলিউড হিলসে দাবানলে ঘরবাড়ি হারিয়েছেন এমন সেলিব্রিটিদের মধ্যে বিলি ক্রিস্টাল এবং প্যারিস হিলটন অন্যতম।
সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে প্যাসিফিক প্যালিসেডসের মনোরমে আবাসস্থলগুলোতে। সান্তা মনিকা পর্বতমালার বিপরীতে অবস্থিত পাহাড়ি রাস্তার রিসোর্ট ও প্রশান্ত মহাসাগরের তীরে বিচ ঘিরে আবাসনগুলো ছাই হয়ে গেছে।
প্যাসিফিক প্যালিসেডে ঘরবাড়ি হারিয়েছেন নিক্সন ও ক্যাসিনোসহ অসংখ্য বিখ্যাত চলচ্চিত্রের অভিনেতা জেমস উডস। সম্পত্তি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জেমস উড বলেন, আগের দিন পুলে সাঁতার কাটলাম এবং এখন সবকিছু শেষ।
অভিনেতা বিলি ক্রিস্টাল এক বিবৃতিতে বলেছেন, তিনি ও তার স্ত্রী জ্যানিস ১৯৭৯ সাল থেকে যেখানে বসবাস করছিলেন, সেই প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি হারানোর ঘটনায় মর্মাহত তিনি।
জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিস উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার এবং মাইকেল কিটনেরও প্যাসিফিক প্যালিসেডসে বাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। হোটেলের উত্তরাধিকারী প্যারিস হিলটন জানিয়েছেন, মালিবুতে বাড়ি হারিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে প্যারিস হিলটন লিখেছেন, লাইভ টিভিতে মালিবুতে আমাদের বাড়িটি পুড়ে যাওয়া দেখলাম। বাড়িটিতে আমাদের অনেক মূল্যবান স্মৃতি ছিল।