ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (বুধবার) তাকে পাঁচ বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সংবিধানের দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি (চেয়ারম্যান) পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।
তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন বলেও এতে জানানো হয়।
এ ছাড়া পিএসসির চার সদস্য নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদিরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য পদে এরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।