The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪

পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ৫ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া (যা আগে ঘটে) পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন তারা।

এর আগে গত ১০ অক্টোবর চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য পদত্যাগ করলে পরদিন মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান এবং মো. নাজমুল আমিন মজুমদার. মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম ও নুরুল কাদিরকে সদস্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.