The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুর পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার-পরবর্তী ইসকন নিষিদ্ধের দাবি নিয়ে সরকারের পরিকল্পনা কী, সাংবাদিকদের এমন প্রশ্নে মো. জাহাঙ্গীর আলম বলেন, ইসকন নিষিদ্ধ নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কি না জানি না। পরিকল্পনা হলে জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসকন নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। আপনারা সত্যটা প্রচার করে তাদের মিথ্যাটা বন্ধ করে দিতে পারেন। যারা মিথ্যা ঘটনা প্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মামলায় এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এ মামলার শুনানি শুরু করব। অন্য আসামিদের পুলিশ শনাক্ত করতে পারলে গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনব। আমরা একটা কমিটি করে দিচ্ছি তারা তদন্ত করে দেখবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লিগ্যাল এইড অফিসার তদন্ত করে দেখবে যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে, যারা নির্দোষ তারা অবশ্যই ছাড়া পাবে।

পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আগের চাইতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবকিছুতে একটু সময় দিতে হবে। সবাইকে ধৈর্য ধরে দেশের উন্নতির জন্য একযোগে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করলে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.