The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন রাহাত ফতেহ আলি

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন। আর এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এ সংগীতের জাদুকর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এর মধ্যেই এ চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

এদিকে আগেই জানানো হয়েছিল, এই কনসার্টের বিক্রীত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলি খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবে না। এবার জানা গেল, কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে— ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।

এদিকে এর আগে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ ঘোষণা দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।

সে ক্ষেত্রে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কিছু শর্ত— স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে সব ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের প্রবেশ গেটসমূহে স্বার্থান্বেষী গোষ্ঠী/উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন— আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.