পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড.মোঃ ইমরান হোসেন পদত্যাগ করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তারা উভয়ই পারিবারিক ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন ।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির মুখে গত ১৪ই আগস্ট সাবেক প্রক্টর ড. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. মো.নাজমুল হোসেনকে সরিয়ে তাদেরকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু ৫ দিনের মাথায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।