The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে সলভার গ্রীন এর সভাপতি খাইরুল, সম্পাদক ফাতিউর

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) টেকনোলোজি রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট সংগঠন ” সলভার গ্রীন ” এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইসিই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জেইড এইচ এম খাইরুল বাসার এবং সাধারণ সম্পাদক সিএসই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বি এম ফাতিউর রহমানকে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৬মে) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি সাফিউল মুজনবীন ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য পদগুলোতে আছেন সহ-সভাপতি অংকন শাহা , যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক হয়েছে মো: এনায়েত হোসাইন ও সহকারি সাংগঠনিক সম্পাদক হয়েছে অংকন রায়, পাবলিক রিলেশন সেক্রেটারি হয়েছে শাহরিয়ার রহমান নিলয়, অফিস সেক্রেটারি সাব্বির ইফতেখার সাকিব, কোষাধ্যক্ষ প্রান্তিক সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান ও অন্যান্য সদস্যসহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

নতুন সভাপতি খাইরুল বাসার বলেন, সলভার গ্রীন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্কিল ডেভেলপমেন্ট ক্লাব । এটি যে মূলনীতির উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো সেটির কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালুর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট সহ অন্যান্য কার্যক্রম যেমন অর্গানাইজেশন এর সাথে কো-ল্যাব , সেমিনার , ওয়ার্কশপ , কম্পিটিশনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ এবং সেটি সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করবো ইনশা-আল্লাহ ।

সাধারণ সম্পাদক ফাতিউর রহমান জানান, আমাদের পবিপ্রবি ক্যাম্পাসের একমাত্র প্ৰযুক্তি ভিত্তিক সংগঠন “সলভার গ্রীন”। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষাক্ষেত্র ছাড়াও কর্মক্ষেত্রে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। তাই আমাদের চেষ্টা থাকবে পাবিপ্রবি ক্যাম্পাসের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বেই তথ্য প্রযুক্তির প্রাথমিক জ্ঞানে দীক্ষিত করা। একই সাথে প্রযুক্তি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা তৈরি করা। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আমাদের এই কার্যনির্বাহী পরিষদ এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সফল হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.