পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে র্যালিটি স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
স্বাধীনতা চত্বরে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ডিনবৃন্দ। ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ ।
শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হলসমূহ, পরিবহণ পুল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদনের মধ্যে অংশ নেয় ইইসিই, ইইই, গণিত, বিবিএ, ভূগোল ও পরিবেশ, বাংলা, ফার্মেসি, রসায়ন, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইতিহাস, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।